আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য কোন লাইন খুঁজে পাচ্ছি না আমার কিছু ইনফরমেশন জানার দরকার ছিল বলেই আমি আপনাদেরকে খুঁজতেছি আমি একটা গাড়ি কিনতে চাচ্ছি এবং গাড়ি কিনে আমি আপনাদের uber এর সাথে যোগ দিতে যাচ্ছি এখন কি করা যায় এই ইনফরমেশনটা আমি জানতে চাচ্ছিলাম এবং কোন গাড়ি নিলে ভালো হয় সেটাও জানতে চাচ্ছিলাম একটু কি আমাকে হেল্প করা যায় এবং কত সালের গাড়ি কিনলে আমি আপনাদের uber সাথে সবসময়ই থাকতে পারবো আর আমি একটু জিনিস জানতে চাচ্ছিলাম আমি নিশান ব্লু বার্ড শিল্পী গাড়ি যদি কিনি সেটা কি চালানো যাবে uber আর অনুগ্রহ করে আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি সেই সমস্যা সমাধানটা একটু করে দিন না