Techedu360 is a company, located at Sylhet, Sylhet Division, Bangladesh. Visit their website www.techedu360.com, Facebook, Twitter, Instagram, or LinkedIn profile for more detailed information.
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষাগুলোর মধ্যে আমাদের বাংলা ভাষা অন্যতম। আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি এবং আমাদের জন্যই বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। তবে বর্তমানে বাংলা ভাষায় প্রযুক্তি, ইতিহাস, সাহিত্য এবং ব্লগিংয়ের বিষয় এতটাও জনপ্রিয় হয়ে উঠেনি যেখানে ইংরেজি তথা বিশ্বের অন্যান্য ভাষায় বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে অনেক তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। মূলত বাংলা ভাষায় একটি উতকৃষ্ট তথ্যভাণ্ডার তৈরি করাই TechEdu360 টিমের উদ্দেশ্য। তবে যখন কেউ কোনো ঘটনা সম্পর্কে জানার অথবা বুঝার চেষ্টা করে তখন তাকে তারিখ এবং স্থান এত বেশি শুনতে হয় যে পরবর্তীতে সে উক্ত ঘটনা বা ইতিহাসটি জানার উৎসাহ হারিয়ে ফেলে। মূলত TechEdu360 টিমের প্রধান উদ্দেশ্য হলো ইতিহাসকে, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তিকে সহজভাবে প্রদর্শন করা যাতে যেকোনো বাংলাভাষী মানুষের কাছে তথ্য লাভ ইচ্ছা আরও বৃদ্ধি হয়। TechEdu360 মূলত Owlpro কোম্পানির একটি প্রকল্প যার সম্পুর্ন ব্যবস্থাপনায় Owlspro টিম নিয়জিত। আপনিও চাইলে আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে সহায়তা করতে পারেন। যদি আপনি একজন ভাল লেখ হোন অথবা ইতিহাসবিদ বা ভাষাবিদ হোন তাহলে আপনার লেখা অন্তত একটি পান্ডুলিপি আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের ইমেইল এ। আমরা অবশ্যই আপনার পান্ডুলিপি তুলে ধরার সম্পুর্ন চেষ্টা করবো। ইতোমধ্যে "প্রযুক্তিবিদ্যা" নামক একটি মাসিক ম্যাগাজিন শুরু করেছি যেখানে আমরা আপনার সাহায্যপ্রার্থী।
Tags : #OnlineMedia
Location :
Sylhet, Sylhet Division
Added by
Jopie, at 01 January 2020