Police

Niamatpur - নিয়ামতপুর, নওগাঁ.

Overview

নিয়ামতপুর বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত একটি উপজেলা।

Tags

  • Public Government Service
  • Abortion Service
  • Police Station
  • Public & Government Service

Description

***অবস্থান***
উত্তরে নওগাঁ জেলার পোরশা উপজেলা, পূর্বে মান্দা উপজেলা ও মহাদেবপুর উপজেলা, দক্ষিণে রাজশাহী জেলার তানোর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা এবং পশ্চিমে গোমস্তাপুর উপজেলা ও নাচোল উপজেলা।

**ইউনিয়ন**
হাজীনগর ইউনিয়ন,
চন্দননগর ইউনিয়ন,
ভাবিচা ইউনিয়ন,
নিয়ামতপুর ইউনিয়ন,
রসুলপুর ইউনিয়ন,
পাঁড়ইল ইউনিয়ন,
শ্রীমন্তপুর ইউনিয়ন,
বাহাদুরপুর ইউনিয়ন


***ইতিহাস***
গৌড় বাংলার রাজধানী থাকাকালীন সময়ে সেখানে মহামারী দেখা দিলে সেই এলাকা হতে বহু লোক ভীত সন্ত্রস্ত হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। সেই সময় একটি পরিবার বর্তমানে নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর গ্রামে এসে বসবাস আরম্ভ করে । তখন এই স্থানের নাম ছিল হোকমাডাংগা । কথিত আছে যে, জনৈক ধর্মপ্রাণ দরবেশ ব্যক্তি এই হোকমাডাংগায় আগমণ করলে নিয়ামতপুরের আদিপুরুষগণ নজর নিয়ামত ও বিভিন খাদ্য সামগ্রী তার সন্মার্থে তৌহফা হিসেবে পেশ করেন। ভোগের রসনা সামগ্রী দেখে তিনি অত্যন্ত খুশি হন এবং বলেন যে, যেখানে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন সেই স্থানের নাম সুন্দর হওয়া দরকার। তাই তিনি হোকমাডাংগার পরিবর্তে স্থানটির নাম করণ করেন নিয়ামতপুর

Location

Rate & Write Reviews