বাচ্চার কাজ হলো মজা করা; বাবা-মা ও অন্যান্য নিকটতম আত্মীয়ের কাজ হলো বাচ্চাকে মজা করতে দেওয়া। অার এই মজার মধ্যে দিয়েই বাচ্চার মধ্যে জ্ঞান ছড়িয়ে দিতে হবে। যদি মজা দিতে কেউ অপারগ হয়, তবে জ্ঞান দেওয়া মানে বাচ্চার ভবিষ্যৎ জ্ঞান-চর্চার আগ্রহ নষ্ট করে দেওয়া।
No reviews yet. Be the first to add a review.