This is a saw mill. এখানে লোকেরা গাছ ফেরে ফেরে কাঁঠ বানিয়ে নিয়ে যায়। দিন দিন এমন হচ্ছে,এখন গাছের পরিমান কেবলই কমতেছে। আগের মতো ভালো জাতের গাছ তেমন দেখা যায় না। মানুষ বেড়েছে প্রচুর কিন্তু সেই অনুপাতে গাছ বাড়ে না। অনেকেই হয়তো ভাবতে পারেন। তাহলে এতো গাছ আর কাঁঠ যায় কোথায়? মানুষরা কি কাঁঠ খায়? না ভাই মানুষ কাঁঠ খায় না। তবে কিছুটা হয়তো জোর করেও খাওয়ানো হয়। হয়তো আমার মনে হয়। আমি নিজে দেখি নাই শোনা কথা বলি। কিছু অসাধু ব্যাবসায়ীরা আছেন, যারা মসল্লার সাথে কাঁঠের গুড়া ফাঁকি করে মিশিয়ে বিক্রি করে । আমি শুনেছি, মানুষ নাকি অন্যায় করলে বাঁশ দেয়, তো দুনিয়ার এতো মানুষকে বাঁশ দিলে, এই কাঁঠের গুড়া মিশানের লোকদের গোয়া দিয়ে বাঁশ দিতে পারে না? মানুষকে কস্ট যারা দেয়, তাদের কথা শুনে, খুবই কস্ট লাগে মনে।