Overview

তাজপুর গ্রামের পরিচয় ও ইতিহাস আমাদের পেইজের STORY তে উল্লেখিত আছে ।

Tags

  • Landmark Historical Place
  • Landmark & Historical Place

Description

**** তাজপুর গ্রামের সংক্ষিপ্ত ইতিহাস ও পরিচয় ।
ঢাকা বিভাগের অন্তর্গত মাদারীপুর জেলার শিবচর থানায় দত্তপাড়া ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের আওতায় আড়িয়াল খাঁ নদের পাড় ঘেঁষে গড়ে উঠা গ্রামের নাম তাজপুর । প্রায় ২৫০০+ নারী-পুরুষ-শিশু- বৃদ্ধের বসবাস এই গ্রামে । এই গ্রামের প্রতিটি মানুষ একজন আরেকজনের সাথে নিবিড়
সু-সম্পর্কের মাধ্যমে বসবাস করে আসছে সেই প্রাচীনকাল থেকে । মুসলমান ও হিন্দু এই দুই ধর্মের মানুষ বসবাস করে এই গ্রামে । ঈদ,পূজা-পার্বনে, প্রতিটি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এরা একাসাথে আনন্দ ভাগা-ভাগী করে নেয় ।তাজপুর গ্রামে একটি মাত্র জামে মসজিদ । তাজপুর গ্রামের পশ্চিম দিকে হিন্দু পরিবারের বসবাস । চৌধুরী,শেখ,খাঁন,আকন্দ ও অন্যান্য গোষ্ঠীর বসবাস এই গ্রামে । সাধারণত তাজপুরে বসবাসরত পরিবার সমূহ ৯০% মধ্যবিত্ত ।
এই গ্রামের পরিবারে সরকারী,বেসরকারী,ব্যাঙ্কার,অধ্যাপক,শিক্ষক,প্রবাসী, ব্যাবসায়ী বিভিন্ন পেশাজিবী নারী- পুরুষের বসবাস । আড়িয়াল খাঁ নদের মাছ শিকার করেও অনেকে জিবীকা নির্বাহ করে ।নদের পার্শ্ববর্তী হওয়ার কারনে প্রধান ফসল বাদাম ।তাছাড়া আঁখ,ভুট্টা,গম,ধান চাষও হয় এই গ্রামের জমিতে । এছাড়া ফলজ,বনজ গাছ গাছালীতে ভরা এই তাজপুরে , গাছ-গাছলীর জন্য কাঠবিড়লী ও বিভিন্ন জাতের পাখির কলকাকলিতে মুখরিত থাকে তাজপুর গ্রাম । তাজপুর গ্রামে প্রায় ৮০% পাকা বাড়ী । প্রত্যেকটা বাড়ির সামনে বড় উঠান , সন্ধ্যা নামলে গরমের সময় সেই উঠানে মাদুর বিছিয়ে দিয়ে গল্পে বসে পরিবার বা গোষ্ঠীর সদস্যরা । তাজপুরের মানুষদের প্রধান বৈশিষ্ট্য হল এরা অনেক আত্মীয় পরায়ণ ও আমোদী । এরা অনেকেই সখের বসে হোক আর পূর্ব পুরুষ থেকেই হোক গৃহপালীত পশু গরু,ছাগল আর হাঁস,মুরগী লালন পালন করে আসছে । ঘরের আঙিনায় শাঁক –সবজী চাষ করে ও পুকুরে মাছ চাষ করেছেন এই গ্রামের মানুষেরা । তপ্ত দুপুরে আড়িয়াল খাঁর স্বচ্ছ পানিতে ঝাপিয়ে বেড়ায় কিশোর-কিশোরীরা ।তাজপুরের পার্শ্ববর্তী গ্রাম হল-খাড়াকান্দি,গুয়াগাছিয়া,দত্তপাড়া ও উৎরাইল । এছাড়া তাজপুর গ্রামের একটি আদি ইতিহাস আছে ( আত্ম পরিচয়ের সন্ধানে বই থেকে নেয়া পরের অংশটুকু )নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় যে আরবী ৯০০ হিজরী ইংরেজী ১৪৯৪ সালের দিকে জনাব ১। মজলিস আওলিয়া ২। জনাব দরবেশ আওলিয়া এবং ৩ । জনাব শাহ্‌ মোহাম্মদ আবু রেজা, এই তিন ব্যাক্তি পবিত্র সৌদি আরব থেকে ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে ভারত বর্ষের মুর্শিদাবাদে আগমন করেন । এই উদ্দেশ্যে তারা মুর্শিদাবাদের নবাবের সাথে কিছুদিন অতিবাহীত করেন । তারপরে তারা ফরিদপুর জেলার ফরিদশাহের আস্তানায় আসেন । সেখানে কিছুদিন অবস্থানের পর ফরিদশাহের আদেশক্রমে ফরিদপুর থেকে পূর্ব দিকে যাত্রা শুরু করেন । পথিমধ্যে তারা বিশ্রামের জন্য এক বটবৃক্ষের ছায়াতলে বসেন এবং মাথার তাজ ( পাগড়ী ) পাঁশে রাখেন । সেই থেকেই “তাজপুর” গ্রামের নাম প্রচলন হয়েছে । মূলত মাথার “তাজ” থেকে তাজপুর গ্রামের নামকরণ করা হয় । এরপর তারা আড়িয়াল খাঁ নদের পশ্চিম তীরে কুঠিবাড়িতে আশ্রয় নেন এবং সেখানেই বসবাস শুরু করেন । সেইখানে বসবাস করার মূল উদ্দেশ্য ছিল জলাভূমির পূর্ব দিকে বা তাজপুর গ্রামের নিকটবর্তী গ্রামে মগ উপজাতীরা বসবাস করতো তাদের ইসলাম ধর্মে দীক্ষিত করা ও ইসলাম সম্পর্কে জানানো । এই হল তাজপুর গ্রামের সংক্ষিপ্ত ইতিহাস ও পরিচয়।

Location

Rate & Write Reviews