School

Mizmizi Paschim Para High School (মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয়)

Overview

এই বিদ্যালয়টি নারায়ণগঞ্জের মিজমিজি এলাকায় ১৬/০৯/১৯৯৪ ইং তারিখে প্রতিষ্ঠিত হয়।

Tags

  • High School

Description

অত্র এলেকার বর্গমাইলের মধ্যে ১৯৯৪ সালের পূর্বে কোন মাধ্যমিক বিদ্যালয় ছিল না। এলাকায় শিক্ষা প্রসারের লক্ষ্যে সমাজের হিতৈষী ব্যক্তিদের অক্লান্ত চেষ্টা ও পরিশ্রমের ফলে ১৬/০৯/১৯৯৪ ইং তারিখ মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে ৮ম ও ৯ম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পায়। প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১,৫০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা রয়েছে। শাখা গুলো বোর্ড কর্তৃক অনুমদিত। তাছাড়াও ১৯৯৮ সাল থেকে ভোকেশনালের ৩টি ট্রের্ড (ড্রেস মেকিং, জেনারেল মেকানিক্স ও জেনারেল ইলেকট্রিক্যাল) চালু রয়েছে এবং শিশু-পঞ্চম শ্রেণি প্রাথমিক শাখাও চালু আছে। এখানে এমপিও ভুক্ত ১৫ জন শিক্ষক-শিক্ষিকা, ১ জন সহঃ লাইব্রেরিয়ান, ১ জন তৃতীয় শ্রেণির, ২ জন ৪র্থ শ্রেণি কর্মচারী এবং ভোকেশনাল শাখায় ৫জন ইনস্টাক্টর, ১ জন ল্যাব ও ১ জন শপ সহকারি এমপিও ভুক্ত কর্মরত আছে। খন্ডকালিন ২১ জনশিক্ষক-শিক্ষিকা ও ৬ জন কর্মচারী আছে।

Location

0 Reviews

No reviews yet. Be the first to add a review.

Rate & Write Reviews