Overview

দেশের অন্যতম দূর্গম এলাকা লিক্রিতে স্কুল প্রতিষ্ঠা করা ।

Tags

  • Organization

Description

২০১৬সালের মাঝামাঝি সময়ে থানছির তুমুল খাদ্য সংকটে আমরা কিছু সমমনা দেশ-বিদেশ হতে পাঠানো সহযোগীতা পৌঁছে দিতে ঘুরে ফিরছিলাম পাহাড় হতে নদীতে । যেতে যেতে লিক্রি গ্রামে পৌঁছা । যে গ্রামটি থানছি উপজেলা সদর হতে প্রায় ৯০ কিরৈামিটার দূরে । যেখানে যাওয়ার একমাত্র পথ সাঙ্গু নদী এবং আকাশ পথ । শুধু সাঙ্গুর উজানে যাওয়া । ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য কিংবা উদ্দেশ্য ছিল সহযোগীতা পৌঁছে দেয়ার সাথে এলাকার পারিপাশ্বিক অবস্থা জানা,উদঘাটন করা । সে অনুযায়ী থানছির পাহাড়,ঝিড়ি,নদী ডিঙ্গানো । সবকিছু মিলিয়ে ম্রংওয়া গ্রাম হতে পানঝিড়ি পর্যন্ত এ বিশাল এলাকায় কোন স্কুল না থাকাটা আমাদের বেশ অবাক করে । অবশ্য ভৌগলিক অবস্থানও বড় ব্যাপার!!! তাই প্রাথমিক সিদ্ধান্ত যে, উক্ত এলাকায় একটা বোর্ডিং স্কুল স্থাপনের প্রচেষ্টা চালানো । তার পরবর্তিতে ডিসেম্বর ৮তারিখ আবার লিক্রিতে যাওয়া ৫০৪টি কম্বল নিয়ে । লিক্রি’র কার্বারী এবং গ্রামবাসী’র সাথে বেশ আলোচনা হয় । তারা সানন্দে রাজি হয় এবং তাঁদের যতদুর সহযোগীতা করা দরকার তারা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে । সে প্রতিশ্রুতির সাহস নিয়ে আমরা কিছু সমমনা স্কুল স্থাপন প্রচেষ্টার চ্যালেঞ্জ হাতে নিয়েছি,অবশ্যই দেশ-বিদেশের মানবিক যোদ্ধাদের সাথে নিয়ে । লিক্রিতে যদি স্কুলটির প্রতিষ্ঠার সম্ভব হয় তাহলে এটি হবে দেশের অন্যতম দূর্গম ও প্রত্যন্ত এলাকায় স্থাপিত কোন শিক্ষা প্রতিষ্ঠান । যা স্কুলটির আশেপাশে ৫০ কিঃমি পর্যন্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই । আপনারা নিশ্চই জানেন,থানছি ভৌগলিক অবস্থান,স্বাক্ষরতার হার কিংবা সেখানকার জন-মানুষের অর্থনৈতিক অবস্থান তার সাথে তাঁদের জীবনযাত্রা । শিক্ষার মাধ্যমে একটি এলাকা এবং বেশ কিছু দরিদ্র জনগোষ্ঠীকে ইতিবাচক উন্নয়ন তথা সামগ্রীক বিষয়ে সচেতন করার মহান কাজে সহযোগীতায় আপনিও সামিল হইন।

স্কুল স্থাপনের তহবিলের উৎস সমূহঃ
১. উদ্যোক্তা সদস্যদের এককালীন অনুদান,মাসিক ফি ।
২. স্বেচ্ছায় প্রণোদিত দান, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের তরফ থেকে নিঃশর্ত সাহায্য ও অনুদান ।
৩. সরকারী-বেসরকারী সংস্থার অনুদান ।

উল্লেখ্য যেঃ
অত্র স্কুলে যারা আর্থিক অনুদান,শিক্ষা উপকরণ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনে যে কোন উপকরণ অনুদান সহযোগীতা প্রদান করবেন তারা স্কুল স্থাপন সহযোগী সদস্য হিসেবে তালিকাভূক্ত হবেন এবং তারা ”লিক্রি ওয়ারিয়রস” নামে সম্মানিত হবেন ।

কোন ব্যক্তি স্কুলের কল্যাণ ও শিক্ষা সম্প্রসারণার উদ্ভুদ্ধ হয়ে স্কুলের তহবিলে এককালীন দশহাজার বা তারও অধিক বা সমপরিমান সম্পদ প্রদান করলে স্কুলের স্মরণিকা বোর্ডে তাঁদের নাম লিখে রাখা হবে এবং তারা ”দি কিং অব লিক্রি” হিসেবে সম্মানিত হবেন ।

উল্লেখ্য যে আমরা প্রথমে লিক্রিতে স্কুল স্থাপনের জন্য কার্বারী এবং পাড়াবাসি মিলে গ্রামের পাশে ১৫একর জায়গা নির্বাচন করেছি । যা বোডিং স্কুল স্থাপনের জন্য খুব উপযুক্ত ।
ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলা নতুন বছরে স্কুল স্থাপনের প্রাথমিক কিছু উপকরণ নিয়ে লিক্রিতে যাওয়া এবং সে অনুযায়ী তহবিল সংগ্রহ করা ।

আমরা যারা,

খামলায় ম্রো
সাবেক উপজেলা চেয়ারম্যান,সমাজ সেবক ।
থানছি,বান্দরবান ।
০১৮২০৪০০৯৯০
০১৫৫৬৫৮১১০২

প্রিয়াংশু চাকমা
প্রকোৗশলী
০১৯২১৯০৯১১১

জয় মার্মা
ব্লগার এবং উন্নয়ন কর্মী
০১৮১৮০১২২৮৭

অজল দেওয়ান
ছাত্র,ব্লগার,উদ্যোক্তা
০১৫৭১৭৩২৯২৩

মিলিন্দ তঞ্চঙ্গ্যা
ছাত্র,উন্নয়ন কর্মী
০১৫৫৭১৭০৭৬০

রাজুময় তঞ্চঙ্গ্যা
ভলানটিয়ার
০১৫৫২৭০১১১৪
সবাইকে অশেষ ধন্যবাদ ।

Location

Rate & Write Reviews